Html basic for beginner all html tag A to Z

 HTML কি? 

এইচটিএমএল হল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল হল ওয়েব পেজ তৈরির জন্য আদর্শ মার্কআপ ভাষা। 

HTML একটি ওয়েব পেজের গঠন বর্ণনা করে। 

HTML উপাদানগুলির একটি সিরিজ নিয়ে গঠিত। 

HTML উপাদানগুলি ব্রাউজারকে বলে যে কীভাবে সামগ্রী প্রদর্শন করতে হয়। 

গুরুত্বপূর্ণ HTML ট্যাগ সমূহ 

<!-- --> একটি মন্তব্য সংজ্ঞায়িত করে

<!DOCTYPE> ডকুমেন্টের ধরন সংজ্ঞায়িত করে

<a> একটি হাইপারলিংক সংজ্ঞায়িত করে

<abbr> একটি সংক্ষিপ্ত রূপ বা একটি সংজ্ঞায়িত করে

<acronym> সংক্ষিপ্ত রূপ সংজ্ঞায়িত করে

<address> যোগাযোগের তথ্য সংজ্ঞায়িত করে

<embed> একটি এমবেডেড অ্যাপলেট সংজ্ঞায়িত করে

<area> এরিয়া নির্দেশ করে

<article> একটি আরটিকেল সংজ্ঞায়িত করে

<aside> বাদ দিয়ে বিষয়বস্তু সংজ্ঞায়িত করে

<audio> অডিও যোগ করতে ব্যবহার করা হয়

<b> বোল্ড টেক্সট সংজ্ঞায়িত করে

<base> একটি ডকুমেন্টের সমস্ত আপেক্ষিক URL-এর জন্য URL/লক্ষ্য

<style> css যোগ করার জ্য ব্যবহার করা হয়

<bdi> পাঠ্যের একটি অংশকে বিচ্ছিন্ন করে

<bdo> বর্তমান পাঠ্যকে ওভাররাইড করে

<big>বড় লেখা প্রদর্শন এর জন্য

<blockquote> একটি বিভাগ সংজ্ঞায়িত করে যেটি

অন্য উৎস থেকে উদ্ধৃত

<body> html এর মূল অংশ নির্দেশ করে

<br> পেইজ ব্রেক নিতে

<button> বাটন যোগ করতে ব্যবহার হয়

<canvas> গ্রাফিক্স আঁকতে ব্যবহৃত হয়, অন

fly, vla scripting (সাধারণত

জাভাস্ক্রিপ্ট)

<caption> একটি টেবিল ক্যাপশন সংজ্ঞায়িত করে

<center> লেখাকে মাঝে প্রদর্শন করতে ব্যবহার করা হয় 

<cite> একটি কাজের শিরোনাম সংজ্ঞায়িত করে

<code> কম্পিউটারের একটি অংশ সংজ্ঞায়িত করে

কোড

<col> একটি <colgroup> উপাদানের মধ্যে প্রতিটি কলামের জন্য কলাম বৈশিষ্ট্য নির্দিষ্ট করে

<colgroup> একটি বা একটি গ্রুপ নির্দিষ্ট করে

<colgroup>জন্য একটি টেবিলে আরো কলাম বিন্যাস

<data> প্রদত্ত তথ্য একটি মেশিন-পাঠযোগ্য অনুবাদ যোগ করে

<datalist>পূর্ব-সংজ্ঞায়িত একটি তালিকা নির্দিষ্ট করে ইনপুট নিয়ন্ত্রণের জন্য বিকল্প

<dd> একটি বর্ণনা/মান সংজ্ঞায়িত করে একটি বর্ণনা তালিকার একটি পদের

<del> একটি নথি থেকে মুছে ফেলা হয়েছে

<details> এমন অতিরিক্ত বিবরণ সংজ্ঞায়িত করে

<dfn> যাচ্ছে এমন একটি শব্দ নির্দিষ্ট করে

<dialog> একটি ডায়ালগ বক্স বা সংজ্ঞায়িত করে

<ul> একটি ডিরেক্টরি তালিকা সংজ্ঞায়িত করে

<dir> একটি ডিরেক্টরি তালিকা সংজ্ঞায়িত করে

<div> একটি বর্ণনা তালিকা সংজ্ঞায়িত করে

<dt> বর্ণনা তালিকা

<em>জোর দেওয়া টেক্সট সংজ্ঞায়িত করে

<embed> embed একটি জন্য একটি ধারক সংজ্ঞায়িত

<fieldset> একটি ফর্ম সম্পর্কিত উপাদান গ্রুপ

<figcaption> fild এর জন্য একটি ক্যাপশন সংজ্ঞায়িত করে

<figure> স্বয়ংসম্পূর্ণ বিষয়বস্তু উল্লেখ করে 

<font> font এর কালার ডিজাইন নির্দেশ করে

<footer> ফুটার নির্দেশ করে

<form> ফর্ম তৈরিতে ব্যবহার করা হয়

<frame> ফ্রেম তৈরিতে ব্যবহারিত হয়

<frameset> ফ্রেম পূর্ব সেট করতে ব্যবহার করা হয়

<h1> to <h6> হেডার তৈরিতে ব্যবহার করা হয়

<head> html কোডের মেইন অংশ নির্দেশ করে

<header> হেডার লিখতে ব্যবহার করা হয়

<hr> আড়াআড়ি row  নির্দেশ করতে ব্যবহার করা হয়

<html> বেসিক ট্যাগ

<i> ইতালিক ট্যাগ নির্দেশ করতে ব্যবহার করা হয়

<iframe> ইন লাইন ফ্রেম নির্দেশ করতে ব্যবহার করা হয়

<img> ছবি ব্যবহার করতে img ট্যাগ ব্যবহার করা হয়

<input> এটি দিয়ে webpage এ ইনপুট নিতে ব্যবহার করা হয়

<ins> ডকুমেন্টে ফাইল যোগ করা নির্দেশ করতে ব্যবহার করা হয়

<kbd> কিবোর্ডের ইনপুট নির্দেশ করে 

<label> একটি ইনপুট এলিমেন্ট কে নির্দেশ করে 

<legend> ফিল্ড ছাড়া এলিমেন্ট কে caption দিতে ব্যবহার করা হয়

<li> লেস্ট আইটেম দিতে ব্যবহার করা হয় 

<link> অন্য ডকুমেন্টের সঙ্গে সংযোগ করতে লিঙ্কটি ট্যাগ টি করা হয় 

<main> একটি ডকুমেন্ট এর মেইন তথ্য কে বোঝায় 

<map> মেন কনটেন্টকে বিশেষভাবে নির্দেশ করে 

<mark> লেখাকে মার্ক করতে এই ট্যাগ ব্যবহার করা হয়

<meta> html এর meta ডাটা কে নির্দেশ করে

<meter> 

<nav> নেভিগেশন লিংকে নির্দেশ করে

<noscript> ক্লাইন সার্ভার যদি main script সার্পোট না করে তাহলে বিকল্প হিসাবে এই noscript ট্যাগটি ব্যবহার করা হয়

<object> কোন অবজেক্ট বোঝাতে ব্যবহার করা হয়

<ol> অডার লিষ্ট দিতে এটি ব্যবহার করা হয়

<optgroup> drop-down লিষ্ট এ এর সমজাতীয় অপশন কে যুক্ত করতে এই ট্যাগটি ব্যবহার করা হয়

<option> অপশন দিতে ব্যবহার করা হয়

<output> আউটপুট নিতে এই ট্যাগ ব্যবহার করা হয়

<p> প্যারাগ্রাফ লিখতে ব্যবহার করা হয় 

<param> একটি অবজেক্টের প্যারামিটার দিতে একটি ব্যবহার করা হয় 

<picture> ওয়েব পেজে ছবি যোগ করতে ব্যবহার করা হয় এটি 

<pre> freformatted টেক্সট নির্দেশ করে 

<progress> কাজের উন্নতি জানতে রিকোয়েস্ট পাঠায়

<rp> ruby ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না যে ব্রাউজারে তাকে নির্দেশ করে

<ruby> ruby ল্যাঙ্গুয়েজ লিখতে ব্যবহার করা হয়

<script> স্ক্রিপ্ট লিখতে ব্যবহার করা হয় 

<section> সেকশন দিতে ব্যবহার করা হয় 

<select> সেলেক্ট করতে ব্যবহার করা হয় 

<small> ছোট অক্ষর লিখতে ব্যবহার করা হয় 

<source> মাল্টিমিডিয়ার বিভিন্ন এলিমেন্টের রেসোর্স দিতে এটি ব্যবহার করা হয় 

<span> স্পেন এদের ব্যবহার করা হয় 

<strong> স্ট্রং টেক্সট লিখতে এটি ব্যবহার করা হয় 

<style> css এর জন্য ব্যবহার করা হয়

<sub> subscripted text দিতে

<summary> সামারি লিখতে ব্যবহার করা হয় 

<sup> supscripted text দিতে

<svg> svg গ্রাফিক্স দিতে ব্যবহার করা হয় 

<table> টেবিল তৈরিতে ব্যবহার করা হয় 

<tbody> টেবিলের body দিতে ব্যবহার করা হয় 

<td> টেবিল ডাটা দিতে ব্যবহার করা হয় 

<tfoot> table footer ব্যবহার করা হয় 

<th> table  হেডিং দিতে ব্যবহার করা হয় 

<thead>  table এর হেড দিতে ব্যবহার করা হয় 

<time> time ট্যাগ

<title> টাইটেল দিতে ব্যবহার করা হয়

<tr> table row দিতে ব্যবহার করা হয় 

<track> মিডিয়া এলিমেন্ট নির্দেশ করে

<u> আন্ডারলাইন দিতে ব্যবহার করা হয় 

<ul> অডার লিষ্ট দিতে ব্যবহার করা হয়

<var> ভেরিয়েবল নির্দেশ করে


বি : দ্র : html এ যে ট্যাগ open করা হবে তাকে  close ও করতে হবে।  html ল্যাংগুয়েজ সকল ট্যাগের closing ট্যাগ রয়েছে। ( / )  এটি দিয়ে ক্লোজ করতে হয়।  যেমন ; <html> এটি opening আর   </html> closing ট্যাগ। 


বেসিক HTML Structure সব html ফাইলে এটি লাগে এখানে  opening ও closing tag দেখান হয়েছে। 


<html>

<head>

<title> </title>

</head>

<body>

</body>

</html>


This post Source : https://bong71.blogspot.com/

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.